• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:০৯ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার শঙ্কা

২৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:৫০

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার শঙ্কা

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করে ভারতে বেড়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে ধরা হয়। এর উচ্চ মৃত্যুহার আতঙ্কের জন্ম দিয়েছে। এমন এক সময়ে ভারতে নিপাহ ভাইরাস বেড়েছে, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১০ দিন। এমন অবস্থায় আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

Ad

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিপাহ ভাইরাসের ভয়াবহতার কথা। এরপরই পাকিস্তানের জিও নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা। এমনকি ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার আলাপও উঠেছে জোরালোভাবে।

Ad
Ad

বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরও বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা ও খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতাতেই আছে বেশ কয়েকটি ম্যাচ। যা শেষ পর্যন্ত ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬




আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪০:১৯


Follow Us