• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:২৭:৪৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

পাহাড়ে ঐক্যের বার্তায় রাঙামাটিতে সম্প্রীতির ফুটবল ম্যাচ

৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:৪১

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: নানান জাতিগোষ্ঠীর সহাবস্থানের অন্যতম বৈচিত্র্যময় জেলা পার্বত্য রাঙামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক সম্প্রীতির ফুটবল ম্যাচ।

Ad

২ নভেম্বর রোববার বিকেলে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে রাঙামাটি মারি স্টেডিয়ামে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার  ড. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, রাঙামাটির জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সম্প্রীতির ফুটবল ম্যাচটি। উত্তেজনাপূর্ণ খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দল ৪-২ গোলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

জেলা পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম।

রাঙামাটি জেলা পুলিশ জানায়, পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য রক্ষার লক্ষ্যেই এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
মধ্যরাতে বহিষ্কার বিএনপির ৪ নেতা
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১১:০৭







সংবাদ ছবি
পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:০৫



Follow Us