• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সকাল ১০:২৫:২৬ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:৪৬

নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম

বিনোদন ডেস্ক: নিঃশব্দ ভঙ্গিমায় বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া টিকটক সেনসেশন খাবি লেম এবার আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। মজার ভিডিও নয়, বরং একটি বড় ব্যবসায়িক চুক্তির মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন। ২৬ বছর বয়সী এই তারকা নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড’ ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে মার্কিন কোম্পানি ‘রিচ স্পার্কল হোল্ডিংস’-এর কাছে বিক্রি করেছেন।

Ad

বিজনেস ইনসাইডার আফ্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, এই চুক্তির ফলে আগামী ৩৬ মাস খাবি লেমের বিশ্বব্যাপী সব বাণিজ্যিক কার্যক্রমের একচেটিয়া অধিকার থাকবে রিচ স্পার্কল হোল্ডিংসের হাতে। তবে প্রতিষ্ঠান বিক্রি করলেও ব্যবসায়িক কার্যক্রম থেকে সরে যাচ্ছেন না খাবি লেম।

Ad
Ad

নতুন এই হোল্ডিং কোম্পানিতে তার হাতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার, যা তাকে পর্দার আড়ালে একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের অবস্থানে রেখেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো খাবি লেমের একটি ‘এআই টুইন’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল সংস্করণ তৈরি।

এই এআই সংস্করণটি চব্বিশ ঘণ্টা সক্রিয় থাকবে এবং বিভিন্ন ভাষায় ভক্তদের সঙ্গে যোগাযোগ ও লাইভ স্ট্রিমিং করতে পারবে। এর মাধ্যমে শারীরিকভাবে উপস্থিত না থেকেও খাবি লেম বিশ্বজুড়ে নিজের প্রভাব আরও বিস্তৃত করতে পারবেন।

জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপনের অনন্য ভঙ্গির কারণে খাবি লেমকে অনেকেই চার্লি চ্যাপলিন কিংবা বাস্টার কিটনের সঙ্গে তুলনা করে থাকেন। কোনো কথা না বলেই শুধুমাত্র শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি অর্জন করেছেন প্রায় ৩৬ কোটি অনুসারী।

এই বিপুল জনপ্রিয়তাকে শিল্পভিত্তিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা করেছে রিচ স্পার্কল হোল্ডিংস। প্রতিষ্ঠানটির লক্ষ্য, খাবি লেমের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি পণ্য ও সেবা বিক্রি করা।

সৌন্দর্যবর্ধক পণ্য, সুগন্ধি ও পোশাক খাতসহ বিভিন্ন বড় সেক্টরে প্রিমিয়াম ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে এই ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এর আগে ‘০০খাবি’ নামের একটি অ্যাকশন-কমেডি সিনেমার মাধ্যমে হলিউডেও আত্মপ্রকাশ করেছেন এই তারকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬




আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪০:১৯


Follow Us