• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:০৮:২৫ (21-Nov-2025)
  • - ৩৩° সে:

চিরকুটে লিখে নিখোঁজ অতঃপর মরদেহ উদ্ধার

২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৫৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’ চিরকুটে লিখে নিখোঁজ হয়েছিলেন জিয়াউর রহমান (৪৬) নামের এক ব্যবসায়ী। পরে ট্রেনে কাটা পড়া তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

Ad

১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে চিরকুট লিখে রেখে নিখোঁজ হন পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান।

Ad
Ad

ওইদিন সন্ধ্যার পর তার পাবনা-রাজশাহী রেললাইনের আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেলওয়ে ট্র্যাকের ৯ নম্বর ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত জিয়াউর ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে।

তার চাচাতো ভাই জাকারিয়া হোসেন জানান, জিয়াউর রহমান দুই সন্তানের জনক। কয়েক বছর আগে তিনি ব্রেনস্ট্রোক করেছিলেন। এর আগেও তিনি নিখোঁজের মতো এমন কাজ করেছেন। তবে এবার তিনি যে সকল জায়গাতে যেতে পারেন এমন সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করা হয়েছে। কিন্তু তার সন্ধান মিলেনি। সর্বশেষ ভাঙ্গুড়া থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন তার দুর্ঘটনার কথা।

নিহতের ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, ‘আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি বাবা দোকানে নেই। দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। এ সময় পাশের একটি টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। মনে হয় যাওয়ার সময় আমার বাবা একটি চিরকুট লিখে রেখে যান।’

চিরকুটে তিনি লিখেছেন, ‘দোকান সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম, কেউ দায়ী নয়। তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।’

নিখোঁজ জিয়াউর রহমানের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল মর্মে স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙ্গুড়ায় সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমানের মাথায় সমস্যা ছিল। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। যেহেতু ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রিটার্ন দাখিলের সময় বাড়ছে
২০ নভেম্বর ২০২৫ রাত ০৮:১৬:২১


সংবাদ ছবি
১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:১৩

সংবাদ ছবি
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:২৯

সংবাদ ছবি
চিরকুটে লিখে নিখোঁজ অতঃপর মরদেহ উদ্ধার
২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৫৪



Follow Us