• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ০১:০৩:৪৮ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

সিলেটে বছরের রেকর্ড তাপমাত্রা, জনজীবনে অস্থিরতা

১৬ মে ২০২৪ রাত ০৮:১৪:২৫

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটে তীব্র দাবদাহে জনজীবন অস্থির হয়ে পড়েছে। গত ৩-৪ দিন থেকে সিলেটে তাপমাত্রা বেড়েই চলেছে। ১৬ মে বৃহস্পতিবার বিকাল ৬ টায় সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Ad

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বিকাল ৬ টায় রেকডকৃত তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এর আগে বিকাল ৪ টায় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও বিকাল ৩টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত সিলেটের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা। এর আগে গতকাল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Ad
Ad

তীব্র গরমে প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। তবে জরুরি কাজে বা জীবিকার তাগিদের অনেককেই বাহিরে বের হচ্ছে। তাদের মধ্যে অনেককেই ছাতা নিয়ে পথে চলাচল করতে দেখা যায়। এই গরমে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও রোগীরা এমন গরমে চরম কষ্টে আছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে সিলেট মহানগরের জিন্দাবাজারে মো. শফিকুল ইসলাম (৩৫) এক যুবক মাথা ঘুরে পড়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট বিভাগের উপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি অব্যাহত থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।

তিনি জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:০০

সংবাদ ছবি
ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৪


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬





Follow Us