• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩২ রাত ০১:৫৭:৩৪ (02-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ।৩০ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে থানার একটি টিম এই অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলাই নদীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।ওসি মো. জাহিদুল হক বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক নৌকাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় দিন দিন বেড়েই চলেছে নদী থেকে বালু উত্তোলন। নিয়মিত মনিটরিং না করায় চিলাই নদীসহ বিভিন্ন স্থানে বালু মাফিয়াদের দাপট চলছে।