নিউজ ডেস্ক: দিন যত যাচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। প্রতিদিনই আসছে নিত্য নতুন সব চমকপ্রদ প্রযিুক্তি। হল সময়ে প্রযুক্তির দুনিয়ায় দাপট চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার। আগামীর পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কোন কোন প্রযুক্তিক বিপ্লব আসবে তা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

সম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ পরিবেশনার বিষয়টি লক্ষ্য করা গেছে। চলতি বছরের এপ্রিল মাসে ফেদা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সংবাদ পাঠ করিয়েছে কুয়েত নিউজ।


৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে সংবাদ পরিবেশন করে। যার নাম ছিলো লিসা। এ নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
এবার হালের সে ট্রেন্ডে যুক্ত হলো বাংলাদেশের নাম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করিয়েছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর। যার নাম দেয়া হয়েছে অপরাজিতা।

চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, অপরাজিতাই হলেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে তিনি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হন। ১৯ জুলাই বুধবার চ্যানেল টুয়েন্টিফোরের সন্ধ্যা ৭টার বুলেটিন উপস্থাপনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা।
এই বিষয়ে চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটিযে এগিয়ে যাবার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এ কৃত্রিম বুদ্ধিমত্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available