• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সকাল ১০:৫৯:৩২ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

আইসিসিকে বাংলাদেশের প্রস্তাব, রাজি নয় আয়ারল্যান্ড

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০১:১১

আইসিসিকে বাংলাদেশের প্রস্তাব, রাজি নয় আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। ভারতে না খেলার দাবিতে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি সুরাহা করতে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরাসরি বৈঠক করলেও এখনো কোনো সমাধান মেলেনি।

Ad

গতকাল ১৭ জানুয়ারি রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে আইসিসির সঙ্গে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়েছে। কোনোভাবে বাংলাদেশ ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে যেতে পারলে, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Ad
Ad

এদিকে দেশের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা আছে। আইরিশদের জায়গায় যাবে বাংলাদেশ, আর ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় যাবে আয়ারল্যান্ড। তবে এমন সংবাদের সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছে আইরিশরা। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে ভেন্যু পরিবর্তনে রাজি নয়।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে সিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, আমরা মূল সূচি থেকে সরছি না। আমরা অবশ্যই গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গী হিসেবে আছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। এছাড়া ওই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতেই আয়োজিত হবে।

অন্যদিকে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটির ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন, আরেকটি হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে।

আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে গতকালের বৈঠকে বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপের অদল-বদলের প্রস্তাব দেওয়া হয়। এ প্রসঙ্গে বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের বৈঠকে ‘অন্যান্য আলোচনার পাশাপাশি বাংলাদেশের ম্যাচ অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও উঠে আসে, যেখানে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করার কথাও আলোচনা হয়।’

ক্রিকবাজ জানিয়েছে, বিসিবির এই প্রস্তাব নিয়ে আইসিসি কিংবা সিআই- কোনো পক্ষই ইতিবাচক সাড়া দেয়নি, এমনটাই ধারণা করা হচ্ছে।

গতকালের বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব শাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব শাক্সেনা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। অ্যান্ড্রু এফগ্রেভ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক ও কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:০১







সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত
সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৭:৫১




Follow Us