• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৪:৫৫ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজান, সম্পাদক সুমন

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫০:১৮

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজান, সম্পাদক সুমন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার টেলিভিশিন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরোনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Ad

১৭ জানুয়ারি শনিবার রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে সকলের সম্মতিতে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Ad
Ad

নবাগত কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মোহতাসিম বিল্লাহ সবুজ, ফয়জুল ইসলাম জাহান, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক আল-শাহরিয়ার শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন, তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. নূর করিম। নির্বাহী সদস্য হচ্ছেন বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঞা, মনির হোসেন বাবু ও আবুল হাসনাত বাবুল।  

কমিটি ঘোষণার পরে উপস্থিত সকলে নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ সংগঠনের বয়স ১০ বছরের বেশি হলেও নানা কারণে সংগঠনটি পিছিয়ে ছিল। নব নির্বাচিত কমিটি সকল সদস্যদের সাথে নিয়ে আগামী দিনে টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত মজবুত করতে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নসহ অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করারও অঙ্গিকার করেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৯:০০




বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ
বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৮:২১



Follow Us