• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সকাল ১১:০১:১০ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি চুরি, একজন গ্রেফতার

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৯:২৯

দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি চুরি, একজন গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ব্যাপক মাটি চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে দুই থেকে তিনশ’ ট্রাক মাটি কেটে নিয়ে যায়।

Ad

অভিযোগে বলা হয়, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাটি কাটার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আক্তার হোসেনের সহযোগী সালাউদ্দিন রবিনকে গ্রেফতার করে। ১৭ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেফতার সালাউদ্দিন তার চাচাতো ভাই এবং সে তার নিজস্ব জমি থেকে মাটি কেটেছে। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এলাকাটির নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন জানান, সংশ্লিষ্ট জমিটি যৌথ মালিকানাধীন। ভিডিও ফুটেজে মাটি চুরির দৃশ্য দেখা গেছে। তবে ঠিক কত পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ফসলি জমির মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মাটি চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:০১







সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত
সখিপুরে ছাত্রলীগ সভাপতির ধাক্কায় ওসি আহত
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৭:৫১




Follow Us