• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৬:১৮ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনাবাহিনী

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫০:৪৭

মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Ad

দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমানঘাঁটির দায়িত্ব এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে।

Ad
Ad

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন বাহিনী প্রত্যাহারের পর ঘাঁটির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী।

এক ইরাকি সেনা কর্মকর্তা জানান, কিছু সীমিত লজিস্টিক কারণে কয়েকজন মার্কিন সেনা অস্থায়ীভাবে অবস্থান করছেন। তবে তারা কোনো সামরিক কার্যক্রমে যুক্ত নন।

২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে হওয়া এক সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার এবং ২০২৬ সালের শেষ নাগাদ পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আইন আল-আসাদ বিমানঘাঁটি অতীতে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনার সময় ঘাঁটিটি ব্যাপক হামলার মুখে পড়ে।

বিশ্লেষকদের মতে, এই প্রত্যাহার ইরাকের নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করলেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৯:০০




বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ
বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৮:২১



Follow Us