স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের পর এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুব টাইগাররা। ৭ উইকেটের জয়ে সেমিফাইনালে ওঠার পথে এক পা এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

১৫ ডিসেম্বর সোমবার দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, হাতে থাকে ১৫১ বল।


১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারেই ২৭ রান তুলে নেয় বাংলাদেশ। তবে চতুর্থ ওভারেই পরপর দুই বলে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। ওপেনার রিফাত বেগ ৭ বলে ৫ রান করে অভিষেক তিওয়ারির বলে ক্যাচ আউট হন। পরের বলেই অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রথম বল ডাবল নেওয়ার চেষ্টা করতে গিয়ে রানআউট হন।
২৯ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার জাওয়াদের সঙ্গে দৃঢ় জুটি গড়েন কালাম সিদ্দিকী। তৃতীয় উইকেটে দুজনের ৯২ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও তখন জয়ের জন্য বাকি ছিল মাত্র ১০ রান। এরপর জাওয়াদের সঙ্গে রিজান হোসেন বাকি কাজ সম্পন্ন করেন। জাওয়াদ ৬৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। রিজান ৮ বলে ১২ রান করে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে নেপাল ইনিংসের শুরুতে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করলেও পরে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজের বোলিং তোপে শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় তারা। সবুজ ২৭ রানে ৩ উইকেট শিকার করেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট। শাহরিয়ার আল-আমিন একটি উইকেট নেন।
গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারানো বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তবে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করবে আজিজুল হাকিম তামিমের দল। আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available