নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দুটি রাজপরিবারের কব্জায় বন্দি থাকা বাংলাদেশের রাজনীতিকে এবার মুক্ত করবে দেশের জনগণ।

৩১ জানুয়ারি শনিবার তিনি বলেন, গণভোটের মাধ্যমে চলমান পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে হবে।


তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর আর একবার হামলা হলে দেশব্যাপী আগুন জ্বলবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া পরিবর্তনকে সফল করতে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়ী করার আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন জুলাই অভ্যুত্থানেরই ধারাবাহিকতা। ২০২৪ সালে রাজপথে যে বিপ্লব জনগণ করেছিল, এবার তা হবে ব্যালটের মাধ্যমে।
তিনি বলেন, বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণই। বাইরে থেকে কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তবে জনগণ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available