• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৪:২৯ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০২:০০

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুবি ঘাটে এই ইশতেহার ঘোষণা করেন।

Ad
Ad

কৃষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠী, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শ্রমিক আলেম-ওলামা, ব্যবসায়ী, ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা নির্মাণ, ইপিজেড নির্মাণ, শ্রমিকের নায্য মুজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, তিনমাসের মধ্যে দূর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামুলূক প্রশাসন, নদীভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ বিভিন্ন সেক্টরে মোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বকর, পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us