লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পৃথক দুটি সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে ২৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একদিনে বিপুল সংখ্যক নেতাকর্মীর দলবদল জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।


দীর্ঘদিন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এসব নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
যোগদান অনুষ্ঠানে যুবদল সদস্য রেজাউল করিম বলেন, ‘২০১৩ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই এবং সর্বশেষ চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে একমত না হওয়ায় পদত্যাগ করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিতে বিশ্বাস থেকে স্বেচ্ছায় জামায়াতে যোগ দিয়েছি।’
তিনি আরও জানান, তার নেতৃত্বেই ছাত্রদল ও যুবদলের মোট ২৫ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
এর আগে একইদিন বিকেলে লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর হাতে ফুল দিয়ে দহগ্রাম–আঙ্গরপোতা এলাকার বিএনপি নেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী যেকোনো শক্তির জন্য জামায়াতে ইসলামীর দরজা সবসময় উন্মুক্ত।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available