নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম মাসুম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনী প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা মোরশেদ আলম মাসুম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বেগমগঞ্জে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে ব্যাপক ভোট বিপ্লব হবে বলে তিনি আশাবাদী।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে তিনি অন্য দলগুলো ও তাদের মনোনীত প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ দলীয় জোটের অংশ হলেও এ আসনটি উন্মুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে বেগমগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available