• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:১০:১৭ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন, পুলিশি হেফাজতে ৪

১১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫০:২৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

Ad
Ad

পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।

এর আগে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীনভাবে অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে। আজ বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেই ধারাবাহিকতায় আজ সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়েছেন তারা।

এদিকে এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাদামতলায় পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
গোপালগঞ্জ আদালত পাড়ায় ককটেল বিস্ফোরণ
১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৭:৩০





সংবাদ ছবি
হাদীর ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৪:২৫




Follow Us