• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:২৯ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫%, দুই দফায় কার্যকর

২১ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৯:১৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করা হচ্ছে। তবে এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে।

২১ অক্টোবর মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।  

Ad
Ad

সভা সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ মিলে মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

Ad

এর আগে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে সরকারের ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এছাড়াও চলছে আমরণ অনশন।

অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ ছাড়াল
২১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৮:৫৫










Follow Us