নিজস্ব প্রতিবেদক : আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে সাংবাদিকদের তিন সংগঠন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
২০ আগস্ট সোমবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম জানান, ‘কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ স্বৈরাচারী কায়দায় দুই সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।’
অন্যদিকে, মঙ্গলবার এক পৃথক বিবৃতিতে ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানের চাকরিচ্যুতি ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তারা অবিলম্বে মাহফুজ উদ্দিন খানকে পূর্বের পদে পুনর্বহালের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসইসির দফতর সম্পাদক জাফরুল আলমের স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া, আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা ও আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই রেভল্যুশনারী জার্নালিস্ট’স অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী। তিনি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও অন্যায়ভাবে চাকরিচ্যুত করা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
ইসরাফিল ফরাজী সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরটিভি থেকে চাকরিচ্যুত দুই সাংবাদিককে পুনর্বহাল না করা হলে সংগঠনটি রাজপথে কর্মসূচি ঘোষণা করবে।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধই হবে এই স্বৈরাচারী পদক্ষেপের একমাত্র জবাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available