আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ডুবে যাওয়া নৌকা থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা।

মাল্টার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে। তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, প্রায় ২৪ ঘণ্টা তিনি সাগরে ভেসে ছিলেন। পরে তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা অনুযায়ী, নৌকাটিতে থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাগরিকত্ব কিংবা নৌকাটিতে থাকা অন্য অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশের ছিলেন-সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
উত্তর আফ্রিকার উপকূল অঞ্চল থেকে ইউরোপে পৌঁছানোর আশায় প্রতিবছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। গত এক দশকে এমন অনিরাপদ যাত্রার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
২০১৪ সাল থেকে এই বিপজ্জনক অভিবাসন পথের তথ্য সংগ্রহ ও নজরদারি করছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ২৬ জন নিহত বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। আর গত বছর, অর্থাৎ ২০২৫ সালে, এই সাগরপথে প্রাণ হারান বা নিখোঁজ হন এক হাজার ৮৭৩ জন অভিবাসনপ্রত্যাশী।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ অভিবাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার না হলে ভূমধ্যসাগর অভিবাসীদের জন্য মৃত্যুফাঁদ হয়েই থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available