স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আইসিসি। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সাংবাদিকরা আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদনই বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। মোদ্দা কথা, বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক যেতে পারবেন না বিশ্বকাপ কাভার করতে।

২৬ জানুয়ারি সোমবার এক ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়েছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে প্রায় একশর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ৪ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি— ২০ দিনের আলোচনায় বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা উদ্বেগকে খুব একটা গুরুত্ব দেয়নি আইসিসি। গত শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয়েছে স্কটল্যান্ডকে।
বিশ্বকাপে বাংলাদেশের না খেলায় ক্রিকেটপ্রেমীরা কিছুটা হতাশ হলেও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপস করতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে শুরু থেকেই নিজেদের দাবিতে অনড় ছিল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। একই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে সরকার থেকে দেওয়া হয়েছিল নির্দেশনা।
বিসিবির এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত হয়েছে ক্রিকেটপাড়া থেকে সাধারণ মহল। বেশিরভাগই অবশ্য বোর্ডের পক্ষে দাঁড়িয়েছে। সরকার কিংবা বিসিবির সাফ কথা, আগে নিরাপত্তা। এর বাইরে আরও কয়েকটি কারণ আছে, যেগুলো সরকার ও বিসিবিকে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available