• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ দুপুর ০১:২৪:৪৭ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ কী করেছে পাকিস্তান ক্রিকেটের জন্য: ওয়াসিম আকরাম

২৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:০০:১৪

বাংলাদেশ কী করেছে পাকিস্তান ক্রিকেটের জন্য: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দিচ্ছিলেন, ঠিক সেই সময় একটি লাইভ আলোচনায় ওয়াসিম আকরাম একটি প্রশ্ন তুললেন- পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ কী করেছে?

Ad

আকরাম সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে পাকিস্তানের এই ‘আবেগপ্রবণ’ সিদ্ধান্তের সমালোচনা করেন। পরবর্তীতে তার এই বক্তব্যের ক্লিপটি ভাইরাল হলে তিনি বিষয়টি নিয়ে আরও কথা বলেন। তার মতে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তবে সেটি কেবল পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি করবে। কারণ আইসিসির কাছ থেকে বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে।

Ad
Ad

আকরাম বলেন, ‘বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কী করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। খেলার ওপর মনোযোগ দাও এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

বাংলাদেশ বাদ পড়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে পাকিস্তান। ইতোমধ্যে দল ঘোষণা করলেও তারা নিশ্চিত করতে পারেনি যে বিশ্বকাপ খেলতে যাবে কি না। ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানালে এই ইস্যুর সমাধান করতে আইসিসি তাদের সঙ্গে তিন সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ আগের অবস্থানে অটল থাকায় গত শুক্রবার আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে।

তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন জানান- বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার দ্বিচারী মনোভাবের কারণে তারাও বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে। এনিয়ে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী শুক্রবার বা সোমবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময়
নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময়
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৭:০২



বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
২৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৭:১২


Follow Us