• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ০১:২৫:০৭ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ইইউয়ের হুঁশিয়ারি

১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৫:৫৩

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ইইউয়ের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ড কেনার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার বিরুদ্ধে ১৭ জানুয়ারি শনিবার সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। খবর এএফপির।

Ad

ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা সাইপ্রাস আজ ১৮ জানুয়ারি রোববার বিকেলে ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এদিকে, ইউরোপীয় পার্লামেন্টের এক জার্মান সদস্য বলেছেন, ট্রাম্পের এই হুমকি গত বছর স্বাক্ষরিত ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে।

Ad
Ad

ট্রাম্প ইউরোপের একাধিক দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা একটি যৌথ বিবৃতি দেন। সামাজিক মাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে তারা বলেন, ‘এ ধরনের শুল্ক আটলান্টিক পাড়ের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’ পাশাপাশি ইউরোপ ঐক্যবদ্ধ থেকে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার কয়েক দিন পর এই বিবৃতি আসে। এতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি পূর্ণ সংহতির কথাও উল্লেখ করা হয়।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের যুক্তরাষ্ট্রগামী পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ইউরোপীয় পার্লামেন্টের বৃহত্তম দল ইপিপি’র প্রধান ম্যানফ্রেড ওয়েবার বলেন, ট্রাম্পের হুমকি ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চুক্তির অনুমোদন সম্ভব নয় এবং মার্কিন পণ্যে শূন্য শতাংশ শুল্ক সুবিধা স্থগিত রাখা উচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৮ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৫৯:০০




Follow Us