• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪০:৩৮ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’

১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪

‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’

খাগড়াছড়ি প্রতিনিধি: ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

Ad

১৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরস্থ দলীয় কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Ad
Ad

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা (চারমিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা।

ব্রিফিংয়ে নেতারা জানান, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ সংগঠনের গঠনতন্ত্রবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দলীয় পদ হারানোর আশঙ্কায় তারা তাদের অনুগত ২০-২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ত্যাগ করেছেন বলে দাবি করা হয়।

নেতারা আরও অভিযোগ করেন, এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের দাবি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা তাদের অনুসারীদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন।

এছাড়া শ্যামল কান্তি চাকমার নামে খোলা একটি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে একটি ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। ওই বিবৃতিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্তির মতো গঠনতন্ত্রবহির্ভূত ঘোষণা দেওয়া হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য সব সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা বলেন, দলকে বিভ্রান্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৬
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২৪:৫৭




‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি’
১৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:০৪





Follow Us