• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৪৭:৩৬ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

জাতীয় ভ্যাট দিবস আজ

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:২০

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১০ ডিসেম্বর বুধবার ও ১০-১৫ ডিসেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপিত হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

Ad

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ রাজস্ব ভবনে এনবিআরের প্রধান কার্যালয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

Ad
Ad

ভ্যাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের রাজস্ব সংগ্রহ ব্যবস্থা আমদানি নির্ভর হওয়ায় চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এ চাপ কমাতে আয়কর ও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ওপর গুরুত্ব বাড়াতে হবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে ভ্যাট ও আয়করে জোর দেয়া হচ্ছে। তবে ব্যবসায়ীদের ভ্যাট নেট ছোট হওয়ায় বড় সমস্যা রয়েছে। ৩ কোটি টাকা থেকে টার্নওভার কমিয়ে ৫০ লাখে আনা হলেও কাঙ্ক্ষিত পরিমাণে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়েনি। এবার অন্তত ১ লাখ নতুন ভ্যাট রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের ভ্যাট আইন জটিল হওয়ায় ২০১২ সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আবার নানা জটিলতা তৈরি হয়েছে। তাই এবার ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে একক হার বা ‘সিঙ্গেল রেট’ চালুর চেষ্টা করা হবে। ভ্যাট সহজ করা গেলে অটোমেশনও সহজ হবে-কারণ অতিরিক্ত জটিল প্রক্রিয়া মেশিনেও সঠিকভাবে পরিচালনা করা কঠিন।

ব্যবসায়ীদের বুঝতে হবে-ভ্যাট তারা দেন না; এ ভ্যাট দেন ভোক্তারা। তাই পুরো প্রক্রিয়া যান্ত্রিকীকরণ বা অটোমেটেড করা গেলে রাজস্ব সংগ্রহ অনেক বাড়বে। জিডিপির বড় অংশকে এখনো কর-নেটে আনা সম্ভব হয়নি-সে জায়গায় কাজ চলছে। রাজস্ব আদায় বাড়ানো না গেলে রাষ্ট্রীয় সেবা টেকসই হবে না। বিশেষ করে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে টেকসই রাজস্ব সংগ্রহ অপরিহার্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২২:০৪






সংবাদ ছবি
রংপুরে হেরোইন উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:১৮

সংবাদ ছবি
এনসিপির আলোচিত নেতারা যেসব আসন থেকে লড়বেন
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৭:৫৬


সংবাদ ছবি
র‌্যাব সেজে ডাকাতির পরিকল্পনা, আটক ৬
১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:১৬


Follow Us