নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ব্যাপক গণসংযোগের মাধ্যমে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রার্থী ফয়জুন্নুর আখন্দ।

জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তরুণ এই প্রার্থী নির্বাচনী এলাকার চরাঞ্চল, হাটবাজার, রাস্তার মোড়ের চায়ের দোকান, অটোরিকশা স্ট্যান্ড, কৃষিজমি, নদীপাড়ের জেলে পল্লি ও আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী প্রতীক ‘হাতি মার্কা’র জন্য ভোট চাইছেন।


স্থানীয়রা জানান, তরুণ প্রার্থীদের মধ্যেই সাধারণ মানুষের জন্য কাজ করার সাহস ও উদ্যম বেশি থাকে। আবার কেউ কেউ বলছেন, বয়স কম হলেও তার আচরণ ও ভদ্রতায় তারা ইতিবাচকভাবে আকৃষ্ট হয়েছেন।
মতলব উত্তর উপজেলার সাহেব বাজার এলাকার কয়েকজন দোকানদার জানান, ‘অনেক প্রার্থীকে তো ভোট দিয়েছি, কিন্তু তেমন কিছু পাইনি। এই প্রার্থী বয়সে তরুণ, ব্যবহার ভালো, মানুষের কাছে আন্তরিকভাবে ভোট চাইছে। শুনেছি তার কোনো বদনামও নেই। তাই তাকে ভোট দিতে সমস্যা দেখি না।’

ধনাগোদা সেচ প্রকল্প এলাকায় বোরো ধান রোপণে ব্যস্ত কয়েকজন কৃষক বলেন, ‘হাতি মার্কার তরুণ প্রার্থী কাদা-পানির মধ্যে আমাদের কাছে এসে জড়িয়ে ধরে ভোট চেয়েছে। তার হাসিমুখ ও বিনয় আমাদের খুব ভালো লেগেছে। তার সঙ্গে তার বাবাও এসে যেভাবে সম্মান দেখিয়ে ভোট চেয়েছেন, সেটা আমাদের মনে দাগ কেটেছে।’
এছাড়া মতলব উত্তর উপজেলার ষাটনল মালোপাড়া এলাকার জেলে হরিচাঁদ বর্মন বলেন, ‘আমি তাকে স্যার বলায় সে বলেছে- আমি আপনাদের সেবা করতে নির্বাচন করছি। এত সুন্দর করে আগে কেউ ভোট চায়নি। তাই তাকে ভোট না দেওয়ার কারণ দেখি না।’
প্রার্থী ফয়জুন্নুর আখন্দ বলেন, ‘আমি শাসক হতে নয়, সেবক হতে চাই। মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মতলব গড়াই আমার প্রধান অঙ্গীকার।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available