লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের বশিকপুরে অস্ত্র ও কার্তুজসহ বরকত ও পারভেজকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

১৩ ডিসেম্বর শনিবার ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সেনাবাহিনীর দাবি, তারা উভয়েই শীর্ষ সন্ত্রাসী। শনিবার সকালে লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।


গ্রেফতার বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের সুলতান আহমদের ছেলে ও পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার সৈয়দ আহমেদের ছেলে। সেনাবাহিনী জানায়, বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে।
সেনাবাহিনী জানায়, ভোররাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসায় অবস্থানরত বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়।
অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলো, ইবরাহিমপুর গ্রামের শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।
লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া অপর তিনজনকে গ্রেফতারে অভিযান চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available