• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৩৫ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

মুক্তিপণের দাবি : পরিত্যক্ত ভবনে পড়েছিল তরুণের মরদেহ

২৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৫৮

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পরিত্যক্ত ভবনে মো. তাকবির (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবি অপহরণকারীর একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন।

Ad

২৬ নভেম্বর বুধবার দুপুর ২টায় নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় মরদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ দুপুরে বড়বাজার এলাকার একটি ৪তলা পরিত্যক্ত ভবনের নিচ তলা নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে তার ছেলে বাসায় ফেরেনি। গতকাল থেকে মুঠোফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও সে ফোন কল রিসিভ করেনি। আজ জানতে পারে মরদেহ পড়ে রয়েছে।

ভিকটিমের বড় ভাই হৃদয় জানান, একটি ফোন নাম্বার হতে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ দুপুরে খবর পাই আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেছেন, ধারণা করা হচ্ছি ভিকটিম গতরাতে মারা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নাম্বারের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫
২৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫০:৫৯




সংবাদ ছবি
পদোন্নতি পেয়ে জেলা জজ হলেন ২৫০ বিচারক
২৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:৪২


Follow Us