• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:১৪:০৬ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু

২ নভেম্বর ২০২৫ সকাল ১০:১৪:৩৪

সংবাদ ছবি
“প্রতীকি ছবি”

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ১ নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করেন। এ সময় অভিযুক্তরা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেন। পরে এলাকাবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে, এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

Ad
Ad

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো থানায় রাখা হয়েছে, পরিচয় শনাক্তের পর সেগুলো গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা স্থানীয়দের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অপরাধী যেই হোক না কেন, বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত—নিজ হাতে নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২


সংবাদ ছবি
এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৪০




সংবাদ ছবি
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:০০




Follow Us