পঞ্চগড় প্রতিনিধি : ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে দেশ-বিদেশে খেলতে যায়’ শিরোনামে এশিয়ান টিভির অনলাইন নিউজ দেখে ফুটবলার সোনালীর বাবা ভ্যানচালক ফারুক ইসলামকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে। তিনি জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা।
এর আগে, গণমাধ্যমে ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফুটবলার ফেরদৌসি আক্তার সোনালী ও তার বাবার সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। শিরোনামের বাক্যটিই ছিল ফারুক ইসলামের গর্বের সুরে বলা অনুভিতি। প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সাবেত আলী তাদের খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়িতে পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক সাবেত আলী।
নতুন ইজিবাইক পেয়ে উচ্ছ্বসিত ফারুক ইসলাম বলেন, ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই আমার সংসার চলে। টানাপোড়নের মধ্যেও মেয়েকে ফুটবলার হতে সাপোর্ট দিয়েছি। মেয়ে এখন জাতীয় দলে খেললেও, আমার পরিবারে সচ্ছলতা ফিরেনি। আমার পরিবারের অবস্থা সাংবাদিকেরা তুলে ধরলে জেলা প্রশাসক আমার পাশে দাঁড়ান এবং আজকে একটি নতুন ইজিবাইক উপহার দেন।
তিনি আরও বলেন, ভ্যান চালিয়ে তেমন উপার্জন করা যায় না। রোদ-বৃষ্টিতে যাত্রী ওঠেনা। নতুন ইজিবাইক পেয়েছি, আশাকরি এখন উপার্জন বাড়বে।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা সোনালী তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চেষ্টা করছে। আমরা দেখেছি সোনালী দারিদ্রতা জয় করে এ পর্যন্ত এসেছে, তার বাবা ভ্যান চালিয়ে উপার্জন করে। তাদের বাড়িটিও জরাজীর্ণ। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আজকে তার বাবাকে উপার্জনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ইজিবাইক উপহার দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি-তাদের টিনের জরাজীর্ণ ঘরটি সরিয়ে একটি পাকা ঘরও নির্মাণ করে দিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available