• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:০৮:৩৯ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

শহীদ আবু সাইদের হত্যা মামলার ১৪ আসামীর বিদেশ বিদেশ গমনে নিষেধাজ্ঞা

৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:০৯:৩৭

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে প্রথম শহিদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। দু’হাত তুলে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে কোটি মানুষের বৈষম্য দূর করায় নারা দিয়েছে বিশ্বকে। শহীদ আবু সাইদের হত্যা মামলার তালিকাভুক্ত ১৪ জন আসামীকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

গত ৩০ সেপ্টেম্বর শহীদ আবু সাইদের মামলার এজাহার নামীয় ১৪ আসামীর বিরুদ্ধে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার নিযুক্তীয় তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত এজাহার নামীয় ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এজাহার নামীয় আসামিগণ বিচার এড়াতে বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কার কারণে বিজ্ঞ আদালত এই আদেশ দিয়েছেন।

Ad
Ad

বিদেশ গমনে নিষেধাজ্ঞা পাওয়া এজাহার নামীয় আসামীরা হলেন- রংপুর রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক আব্দুল বাতেন, ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া, সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, বেরোবি কর্মকর্তা রাফিউর হাসান, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল, এসআই বিভুতি ভূষণ, এসি রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগের টগর, বাবুল হোসেন ও শামিম মাহফুজ, পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান।

Ad

আইনজীবী রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, এজাহার নামীয় ১৭ জন আসামির মধ্যে এএস আই আমির আলী ও কন্সটেবল সুজন চন্দ্র রায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছে এবং অপর আসামী পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন অন্য মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আবদ্ধ আছেন। এজাহার নামীয় বিদেশ গমনে নিষেধাজ্ঞা পাওয়া আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তাদের অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। ১৮ আগস্ট শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী বাদী হয়ে মোট ১৭ জনসহ অজ্ঞাতনামা ১৩০/১৩৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আর এই মামলাটি বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তদন্তাধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডু অর ডাই ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৫৬:১৬

সংবাদ ছবি
রাজশাহীতে মা হলেন বিধবা নারী, এলাকায় তোলপাড়
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১২:০৬


সংবাদ ছবি
আর ছাড় দেওয়ার সুযোগ নেই
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩৮:১৬

সংবাদ ছবি
জন্ম থেকেই কারাগারে বন্দী!
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২০:১৩

সংবাদ ছবি
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১২:০৩


সংবাদ ছবি
সোনালীর বাবাকে ইজিবাইক দিলেন ডিসি
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:০৯

সংবাদ ছবি
বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির দুই শিক্ষক
২৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:৩৮


Follow Us