• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩২:৫৫ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি

১ জুলাই ২০২৪ দুপুর ০২:৫৫:৩৬

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান মনোনীত হয়েছেন।

৩০ জুন রোববার বিষয় ভিত্তিক কমিটি নির্বাচনী দলের আহ্বায়ক ও বিদায়ী সভাপতি অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী এবং ওই কমিটির সদস্য সচিব ও বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ১ জুলাই সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ।

নবগঠিত কমিটিতে আরো সহ-সভাপতি পদে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী, কোষাধ্যক্ষ পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, যুগ্ম-সম্পাদক-১ পদে ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, যুগ্ম-সম্পাদক-২ পদে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী মনোনীত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে ৮ জন এবং পদাধিকার বলে সদস্য পদে ৪ জন শিক্ষক মনোনীত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩