• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫০:২৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

খোলা সয়াবিন তেল বিক্রির সময় বাড়ছে আরও ৬ মাস: ভোক্তার ডিজি

৮ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০৪:৪৮

সংবাদ ছবি
“ভোক্তা অধিকার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমঝোতা স্মারক হাতে অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।”

নিজস্ব প্রতিবেদক: প্যাকেটজাত ভোজ্যতেলের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কোম্পানিগুলো পুরাপুরি প্রস্তুত না থাকায় খোলা সয়াবিন তেল বিক্রির সময় আরও ৬ মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।

Ad
Ad

তিনি বলেন, সয়াবিন তেলে ভেজাল দেয়া, পাম তেল সয়াবিন বলে বিক্রি করাসহ নানা করণে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেয়া শুরু করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু প্যাকেটজাত ভোজ্যতেলের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কোম্পানিগুলো পুরাপুরি প্রস্তুত না থাকায় খোলা সয়াবিন তেল বিক্রির সময় আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

Ad
Ad

৮ আগস্ট মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসির সঙ্গে ভোক্তা-অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের লক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভোক্তার ডিজি একথা জানান।

Ad

ভোক্তা-অধিকার বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ন্যায্যমূল্যে ভোক্তার নিকট পণ্য কেনার সুযোগ দিতেই কাজ করছে বলে জানান তিনি।

এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অবৈধ মজুদদার, কালোবাজারীসহ অনৈতিক সিন্ডিকেট এর বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সাহসী ভূমিকা দেখাচ্ছে তা অব্যাহত রাখার আহ্বান জানান। ভোক্তা-অধিকার অধিদপ্তর ব্যবসায়ীসহ কারও প্রতিপক্ষ না হয়ে সাধারণ মানুষের জন্য যাতে আরও বেশি কাজ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানীত করার প্রস্তাব করেন কিরণ।

কাওরান বাজারসস্থ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

দেশের সেরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংগ্রহণের সুযোগ পাবে। আগামী ১১ আগস্ট শুক্রবার বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনশি প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

উদ্বোধনী প্রতিযোগিতায় ‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক বিষয়ে ইডেন মহিলা কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২