পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

১৯ নভেম্বর বুধবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।


নিহত দুইজনের মধ্যে একজন হলেন রিকশাচালক মোঙলা হোসেন (৫৬)। তিনি ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে।
অন্যজন পথচারী মুজাহার প্রামাণিক (৭০)। তিনি উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন শামিলপুর গ্রামের মৃত মহিন প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া এলাকায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নসিমন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রিকশাচলক মোঙলা মন্ডল গুরুতর আহত হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর দিকে বুধবার সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের শামিলপুর জমসেদ মার্কেটের নিকট মোটরসাইকেল দুর্ঘটনায় কয়েকজন আহত হয়।
এদের মধ্যে মুজাহার প্রামাণিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি দুর্ঘটনায় পৃথক মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available