মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নিউ পপুলার এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারে ডাক্তারের অনুপস্থিতিতে সিরিয়াল ম্যান রাজু নামের এক ব্যক্তি রোগী দেখার অভিযোগ উঠেছে।

১২ নভেম্বর বুধবার বাসস্ট্যান্ড এলাকার ওই ক্লিনিকে ডা. উজ্জ্বল হোসেনের অনুপস্থিতিতে রাজু এক রোগীকে প্রেসক্রিপশন লিখে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।


সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নিউ পপুলার এক্স-রে অ্যান্ড প্যাথলজি সেন্টারে প্রায়ই ডা. উজ্জ্বলের হয়ে রোগী দেখেন রাজু। চিকিৎসক উপস্থিত না থাকলে তিনি নিজেই প্রেসক্রিপশন লিখে রোগীদের হাতে দেন।
ডা. উজ্জ্বল হোসেনের প্রেসক্রিপশন প্যাডে উল্লেখ আছে যে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত। তবে জানা গেছে, তিনি ছয় মাস আগেই মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে সংযুক্ত আছেন।
এ বিষয়ে রোগী আক্কাস আলী বলেন, ‘আমি ইটভাটায় কাজ করি। শরীর ব্যথার চিকিৎসা নিতে এসেছিলাম। এই ছেলেই (রাজু) প্রেসক্রিপশন দিয়েছে। আমি ভেবেছিলাম, সে-ই ডাক্তার।’
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে সিরিয়াল ম্যান দিয়ে রোগী দেখা আইনবিরোধী কাজ এবং এতে সাধারণ মানুষ বড় ঝুঁকিতে পড়ছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, ‘আমি নতুন প্যাড তৈরি করতে দিয়েছি। বর্তমানে আগের প্যাড ব্যবহার হচ্ছে, তা ঠিক হয়নি। আমি সিরিয়াল ম্যান রাজুকে সতর্ক করেছি। সে যেন আর রোগী না দেখে। এটা তার অন্যায় হয়েছে।’
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন জানান, ‘ডা. উজ্জ্বল হোসেনের পদায়ন দৌলতপুরে থাকলেও বর্তমানে তিনি মানিকগঞ্জ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে সংযুক্ত আছেন।’
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম বলেন, ‘আইনগতভাবে এভাবে রোগী দেখা যাবে না। তবে তারা করে থাকলে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available