গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এই ঘটনায় বাসের সহকারী চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে শ্রীপুরে আসছিলেন। বৃন্দাবন এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের সহকারী চালকের হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাসে থাকা ১০৩ জন শিক্ষার্থীর মধ্যে বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। শিক্ষার্থীদের দাবি ভাড়া ও বাসের মান ট্রেনিংয়ের কথা বলে ১০৩ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হলেও যাতায়াতের জন্য অত্যন্ত নিম্নমানের ও জরাজীর্ণ বাস সরবরাহ করা হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, বাসের চালক মাদকাসক্ত ছিলেন। তার বেপরোয়া ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
শিক্ষকরা সাথে থাকা সত্ত্বেও কেন চালকের এমন আচরণ বা বাসের ত্রুটি খতিয়ে দেখা হয়নি, তা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে দোষী চালক এবং কর্তৃপক্ষের অবহেলার বিচার দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available