নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি কাজে বাধা ও অসদাচরণের অভিযোগে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৮ জানুয়ারি রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে মো. সাইদুর রহমান ভুইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন এবং আদালত চলাকালীন সময়ে আদালত অবমাননাকর আচরণ করেন। এটি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের শামিল। এসব অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ১৭ জানুয়ারি শনিবার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের ভাই মো. পারভেজকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভুইয়ার সঙ্গে ইউএনও মাসুদুর রহমানের বাগবিতণ্ডা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে ইউএনওর কাছে কৈফিয়ত চান ইউপি চেয়ারম্যান এবং অনুমতি ছাড়া কেন অভিযান চালানো হয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ‘সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন মো. পারভেজসহ কয়েকজন। বিষয়টি জানার পর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সেখানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং অভিযুক্তকে আটক ও অর্থদণ্ড দেন। এরপর ইউপি চেয়ারম্যান এসে আপত্তিকর আচরণ করেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘সরকারি কাজে বাধা ও অসদাচরণের বিষয়ে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available