• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ০৯:৩৫:১৩ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:২১

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

Ad

১৫ ডিসেম্বর সোমবার ভোরে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

Ad
Ad

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনার তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়। এসময় তাদের মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।

৫৩ বিজিবির সিও জানান, ‘দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্ত এলাকায় সর্বক্ষণিক কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বগুড়ায় খেজুরের রস পানে শিশুর মৃত্যু
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৮:৪১






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৯:১৬




Follow Us