• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:১১:৩১ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫১:১৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে দুর্নীতি রোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল আবেদীন হিমেল দুর্নীতির বহুমাত্রিক ক্ষতি তুলে ধরে বলেন, ‘শুধু আর্থিক অনিয়ম নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতিরই একটি রূপ। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা জোরদার করা জরুরি।’

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক প্রতিটি পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তারা।

এর আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় পতাকার পাশাপাশি দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২১:২২

সংবাদ ছবি
মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে রেল
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০৮:৪৮


Follow Us