নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বোর্ড বাজারে উদ্বোধন হলো আড়ং ডেইরির নতুন সেলস সেন্টার।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার কেক ও ফিতা কেটে সেলস সেন্টারটির উদ্বোধন করেন আড়ং ডেইরির ডেপুটি জেনারেল ম্যানেজার, সেলস মেহেদী হাসান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আড়ং ডেইরির জিয়া উদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি, মোহাম্মদ ইমদাদুল কাইস, সিনিয়র ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশন, মো. চান মিয়া আরএসএম, সেলস বিভাগ, মুহাম্মদ আতীকুর রহমান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস, মো. আরিফুর রহমান জেনারেল ম্যানেজার, অপারেশন্স, এম.ডি. মানিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস, মডার্ন ট্রেড, সহ আরও অনেকে।
উদ্বোধন শেষে ডিজিএম মেহেদী হাসান বলেন, এই বছরে আমরা ঢাকায় ৫১তম আড়ং ডেইরি সেলস সেন্টারের উদ্বোধন করেছি। আড়ং ডেইরির উৎপাদিত স্বাস্থ্যকর দুগ্ধজাত পণ্য জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পুষ্টির চাহিদা পূরণে দেশব্যাপী আড়ং ডেইরির দুধ, দই, লাবান, মাঠা, চিজ, মিষ্টি, বাটার, ঘি, চকলেট ডিংকেলসহ সব ধরনের দুগ্ধজাত পণ্য পাওয়া যাবে।
এ সময় বোর্ড বাজারে সেলস সেন্টারের সব কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available