• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:১৮:১৮ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৩:২৯

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের আধারে ঝটিকা মশাল মিছিল করেছে।

Ad

৩০ নভেম্বর রোববার রাত ১০টার দিকে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Ad
Ad

ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে কয়েকজন যুবক হেলমেট ও মুখোশ পরে মশাল হাতে মিছিল করছে। তবে নেতৃত্বদাতা আওয়ামী লীগ নেতা মো. জাহিদ মুখ খোলা অবস্থায়ই ছিলেন। ভিডিও প্রকাশের পর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান এবং পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে নানা মন্তব্য প্রকাশ করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে নানুপুর সৈয়দ পাড়ার এরশাদুল আলম ও ঢালকাটা এলাকার রহমত হোসাইন হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই মাজহার বলেন, স্বৈরাচার সরকার পতনের পর থেকে এলাকায় ঝটিকা মিছিলসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। গ্রেফতার দুইজনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
তফসিলের আগেই সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৭:৪৩


Follow Us