• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ১২:০০:৪৩ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:১০

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ নভেম্বর শনিবার উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Ad
Ad

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপসহ নানা মৌলিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

নারী ও পুরুষ রোগীদের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল।

রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে সিরাজদিখান ব্লাডব্যাংক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন, ‘মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।’

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, ‘মুন্সিগঞ্জ সিভিল সার্জন ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন ও পরামর্শ আমাদের শক্তি দিয়েছে। স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, ডা. আজমল ফাউন্ডেশন, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সহযোগিতায় চমৎকার আয়োজন হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বিশ্ব গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৩:০১

সংবাদ ছবি
আমি শোকাহত, দুঃখিত ও লজ্জিত: উপ-প্রেস সচিব
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪২:৫৯


সংবাদ ছবি
ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৮:০৯


সংবাদ ছবি
প্রথম আলোর ভবন পরিদর্শন করলেন আইজিপি
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:০০





Follow Us