গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণি সম্পদে হবে উন্নতি"-এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১১ সময় উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজম আলম ও, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লাসহ অনেকে।


সপ্তাহব্যাপী প্রদর্শনীতে রয়েছে- র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু, হাঁস-মুরগির কৃমিনাশক টেবলেট বিতরণ, প্রচার, কৃত্রিম প্রজনন সেবা, সব ইউনিয়নে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় ও সমাপনী আয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আধুনিক জাত ও দেশিয় প্রযুক্তি প্রাণি সম্পদের হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২৫ সালে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন করছি। সপ্তাহব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ মেলা। এ মেলায় ত্রিশটি স্টল অংশ গ্রহন করেছে। সপ্তাহব্যাপী কার্যক্রমের মূল উদ্দ্যেশ্য হচ্ছে- আমাদের যে মাংস ও ডিমের চাহিদা রয়েছে, সেটি যেন আমরা পূরন করতে পারি। খামারিদের পরামর্শ দিয়ে তাদের মাধ্যমে আমরা যেন পুষ্টির চাহিদা মিটাতে পারি, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। আশা করছি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী সমাপ্ত করতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available