নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালি ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে নলডাঙ্গায় উদযাপিত হলো “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫"। এবারের প্রতিপাদ্য ছিল “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি।”

২৬ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাস। তিনি প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তফা জামান।
সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উদ্বোধন, অতিথিদের প্রদর্শনী পরিদর্শন, ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, খামারিদের মতামত ও অতিথিদের বক্তব্য পরপর সব অনুষ্ঠানে প্রাণিসম্পদ উন্নয়নে নানা উদ্যোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অর্জনে প্রাণিসম্পদের গুরুত্ব, খামারিদের প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি নানা উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে মাঠপর্যায়ের অনুষ্ঠান শেষ হয়।
এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব সুমন সরকার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পুরো দিনের অনুষ্ঠানজুড়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং খামারিদের কল্যাণ নিয়ে আলোচনায় প্রাণ ফিরে পায় নলডাঙ্গার প্রাণিসম্পদ অঙ্গন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available