স্টাফ রিপোর্টার: গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রকল্পের উদ্যোগে কোনাবাড়ীতে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা। এতে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

২২ নভেম্বর শনিবার সকালে কোনাবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ৩০ মিনিটে।


পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল আলম জানান, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজিত এই বেসরকারি বৃত্তি পরীক্ষাকে ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যতিক্রমী আগ্রহ লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, ‘অভিভাবকদের এই আগ্রহ ও উৎসাহ আমাদেরকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করতে অনুপ্রাণিত করেছে। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।’
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কোনাবাড়ী মেট্রো থানার সভাপতি আখতার উজ জামান বলেন, ‘অংশগ্রহণকারী দুই হাজার শিক্ষার্থীর মধ্য থেকে সেরা ছাত্র-ছাত্রীদের সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার প্রদান করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available