• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৯:৫২ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে নিহত ২, নিখোঁজ ৬

২০ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:২৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: স্বপ্ন ছিল ইতালি পৌঁছে নতুন ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্নই কাল হয়ে দাঁড়ালো মুকসুদপুরের আট যুবকের জন্য। লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম নওখণ্ডা গ্রামের দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

Ad

১৯ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম নওখণ্ডা গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রাম যেন শোকের আবরণে ঢাকা। একের পর এক বাড়িতে চলছে আহাজারি, হারানো প্রিয়জনদের স্মৃতিতে বাকরুদ্ধ স্বজনরা।

Ad
Ad

নিহত দুই যুবক হলেন, পশ্চিম নওখণ্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ এবং আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ।

নিখোঁজ ৬ যুবক হলেন, একই গ্রামের ইব্রাহিম শেখ, ধলা শেখ, দুলাল মীনা, আশিক মীনা, সোহেল মোল্যা এবং নিয়াজ মীনা।

নিহত এনামুলের বাবা আকোব আলী শেখ জানান, ‘১৩ নভেম্বর রাতে লিবিয়ার আল খুমস উপকূল থেকে ট্রলারযোগে ইতালির উদ্দেশ্যে রওনা হন তার ছেলে। পথে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ট্রলার ডুবে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান এনামুল।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দালালদের মাধ্যমে ২১ লাখ টাকা দিয়ে ছেলেকে পাঠিয়েছিলাম। এখন সে শুধু লাশ হয়ে ফিরবে। সরকারের কাছে অনুরোধ, অন্তত লাশটা যেন দেশে আনা হয়।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান জানান, ‘প্রশাসন ঘটনাটি অনুসন্ধান করছে এবং নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০০:৫৩

সংবাদ ছবি
ইংলিসের বিয়ের খবরে চটে যান পাঞ্জাবের মালিক
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:০৪

সংবাদ ছবি
ফের ভোটে ফিরলেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০০





সংবাদ ছবি
ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৯



Follow Us