স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে কিশোর প্রতিবদ্ধীকে হুইলচেয়ার অনুদান দিয়ে পরিবারের মুখে হাঁসি ফুটিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

১২ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার তেওতা ইউনিয়নের নিহালপুর কিশোর প্রতিবদ্ধী মো. সাকিব মিয়ার বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার অনুদান প্রদান করেন।


হুইলচেয়ারে বসে আছে অদম্য আত্মা-তার চোখে আলো, মুখে স্বস্তির হাসি। পিছনে দাঁড়িয়ে আছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তেওতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মাজেদ মিয়া, শিবালয় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল ফকির, তেওতা ইউনিয়ন যুবদল আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, যুবদল নেতা মো. সুমন মিয়া প্রমুখ।
বুধবার বিকেলের এ দৃশ্যটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি মানবতার একটি উজ্জ্বল অধ্যায়, যেখানে প্রতিবন্ধকতা পরাজিত হয় সহানুভূতির কাছে।
এই দৃশ্য দেখে মনে পড়ে যায়, জীবন কতটা নিষ্ঠুর হতে পারে, আবার কতটা সুন্দর। প্রতিবন্ধীদের জগতে হুইলচেয়ার শুধু যানবাহন নয়, এটি স্বাধীনতার প্রতীক। এটি তাকে বলে, “তোমার পা নড়ছে না, কিন্তু তোমার স্বপ্ন নড়বে।” উপজেলা নির্বাহী অফিসারের এ উদ্যোগ যেন একটি আয়না, যাতে প্রতিফলিত হয় প্রশাসনের মানবিক মুখ। তিনি শুধু হুইলচেয়ার দেননি, দিয়েছেন আশা-যা অমূল্য। উপস্থিত কর্মকর্তাদের মুখে হাসি, যেন তারা নিজেরাই অংশীদার এই আনন্দের।
ছবিটি শেষ হয় না এখানে; এটি চলমান গল্প। হুইলচেয়ার টি জীবনকে নতুন গতি দিয়েছে। এতে মিশে আছে কৃতজ্ঞতা, আনন্দ আর অদম্য ইচ্ছাশক্তি। মানিকগঞ্জের এ দৃশ্য যেন সারা দেশকে মনে করিয়ে দেয়: মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের উন্নয়ন। এই হাসিগুলো যেন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রান্তরে, যাতে কোনো প্রতিবন্ধী আর অন্ধকারে না থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available