• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:০৫ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ট্রাকে আগুন! পুলিশের গাড়ি ভাঙচুর

১৩ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪১:০৭

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সীমানায় নাওডোবা গোলচক্করে সামনে একটি চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল  ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।

Ad

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছ ও গাছের খন্ড অংশ ফেলিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

Ad
Ad

শিবচর হাইওয়ে থানার ওসি  মো. জহুরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল অব্যাহত আছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৬









Follow Us