গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' ৯ম বারের মতো উদযাপিত হয়েছে শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানার উদ্যোগে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো— 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও কমবে সম্পদের ক্ষতি'।
২২ অক্টোবর বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর নিচে এ উপলক্ষে একটি র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—“সড়কে দুর্ঘটনা নয়, শৃঙ্খলাই হোক সংস্কৃতি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.জিয়াউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহজাহান সজল, স্থানীয় বিএনপি নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিরা।
হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চালক, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা এই জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available