• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৫৩:৫৩ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

শৈলকুপায় অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করলো সড়ক বিভাগ

১৯ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৭:১২

সংবাদ ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

১৮অক্টোবর শনিবার সকালে শেখপাড়া-শৈলকূপা-লাঙ্গলবাধ সড়কের তমালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আশফাকুল হক চৌধুরী।

Ad

সওজ সূত্রে জানা গেছে, তমালতলা বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ ও সড়ক প্রশস্তকরণের জন্য কিছু জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত ওই জমির ওপর নির্মিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের জন্য সওজ কর্তৃপক্ষ বারবার নোটিশ প্রদান, মাইকিং ও পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। তারপরও কিছু ব্যক্তি স্থাপনা না সরানোয় অবশেষে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ৮ জন দরদাতার মধ্যে সর্বোচ্চ দর ১ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করে মো. মাহবুবুর রহমান মালামালগুলো ক্রয় করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান-উল-কবীরসহ সওজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অভিযানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী বলেন, ‘শেখপাড়া-শৈলকূপা সড়কের তমালতলা ব্রিজ সংলগ্ন প্রায় ৩০ শতক জমিতে ২০টি অবৈধ স্থাপনা ছিল। এসব উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়েছে। যারা এখনো ক্ষতিপূরণ পাননি, তারা দ্রুতই জেলা প্রশাসনের মাধ্যমে তা পেয়ে যাবেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁয় আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে
১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৯:৫৫









Follow Us